নিজস্ব প্রতিবেদক, খুলনা : ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক ও খুলনা জেলা শাখার প্রাক্তন সভাপতি কামরান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে খুলনা থানা পুলিশ টুটপাড়ার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কামরান হাসানকে গ্রেপ্তারের নিন্দা ও তার মুক্তি দাবি করেছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।