খুলনায় তিনজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনার কয়রায় একই পরিবারের তিনজনকে আজ মঙ্গলবার সকালে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কয়রা বাগালি ইউনিয়নের বানিয়া গ্রামে নিহতদের বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।

নিহতরা হচ্ছেন হাবিবুল্লাহ গাজী (৪২), তার স্ত্রী বিউটি (৩৫) ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে টুনি (১৩)। নিহত হাবিবুল্লাহ গাজী একই এলাকার আব্দুল মাজেদ গাজীর ছেলে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছেছে। লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদনের পর হত্যাকান্ডের ধরণ সম্পর্কে জানা যাবে।

বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী জানান, নিহতদের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।