খুলনায় দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হচ্ছে সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সরকারের আট বছরের উন্নয়ন তৎপরতা এ অঞ্চলের মানুষকে অবহিত করার জন্য তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে।

স্থানীয় সার্কিট হাউজ ময়দানে ১০০ স্টল স্থাপনের কাজ চূড়ান্ত হয়েছে। খুলনা জেলা প্রশাসন এর আয়োজক।

সোমবার বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন।

শনিবার বেলা সাড়ে ১২টায় সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের সূত্র জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেলার উদ্বোধনী দিন সোমবার সকাল ১০টায় শিববাড়ী মোড় থেকে শোভাযাত্রা বের হবে। সার্কিট হাউজ ময়দানে উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, মেলার স্লোগান ‘শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র।’

তিনি জানান, মেলা উপলক্ষে কেডিএ, কেসিসি, জেলা পরিষদ, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ে তোরণ নির্মাণ করা হয়েছে। মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। মেলাকে উৎসবমুখর করে তুলতে ব্যানার, ফেস্টুন ও পোস্টারিং করা হয়েছে।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বুধবার সন্ধ্যা ৬টায় একই স্থানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসাইন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. গিয়াস উদ্দিন, পিআইডির উপপরিচালক জিনাত আরা আহমেদ, বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন।