নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ফুলতলা উপজেলার দামোদর গ্রামে এ ঘটনা ঘটে। বিল্লাল উপজেলার যুগ্নীপাশা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বিল্লাল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, দুটি গুলি ও চারটি বোমা উদ্ধার করেছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, চরমপন্থী নেতা বিল্লাল তার সহযোগীদের নিয়ে দামোদর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি বর্ষণ ও বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে বিল্লাল নিহত হন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।