খুলনা : খুলনায় সীমানা পিলারসহ (ম্যাগনেট) দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতদের খুলনা র্যাব-৬ লবণচরাস্থ সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা হলো বটিয়াঘাটা উপজেলার আব্দুল কাদের সুফির ছেলে আকতার হোসেন (৭৫) ও মো. ছউদের ছেলে রেজোয়ান (২০)।
মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিং করে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশের কথা জানিয়েছে র্যাব।
এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে র্যাবের একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
খুলনা র্যাব-৬ সিনিয়র সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন জানান, সীমানা পিলার (ম্যাগনেট) কেনা-বেচার গোপন খবর পেয়ে বিরাট গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আজ বিকেলে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।