খুলনা : খুলনায় স্বামী-স্ত্রীকে খুন করে লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
খুলনার তেরখাদা উপজেলার উখড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাশাপাশি দুটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ ।
নিহতরা হলেন খশরুল আলম মোল্লা ওরফে খায়রুল (৩৫) এবং তার স্ত্রী লিপি বেগম (২৮)। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে উখড়ী গ্রামের ম্যাগনেট (পিলার) ব্যবসায়ী আরজ আলী, কামাল ও তরিকুলের কাছে খশরুল ও লিপি বেগমের যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তারা বাড়ি থেকে বের হন। এর পর থেকে তারা নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা বাড়ির পাশের দুটি পুকুরে তাদের লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, খশরুলের গলায় রশি ও লিপি বেগমের গলায় ওড়না বাঁধা ছিল। দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. কামাল (২৪) ও আরজ আলী ওরফে রসুল (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, খশরুল নিজেও ম্যাগনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা তাদের হত্যা করতে পারেন।