নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে খুলনার অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ প্রধান অতিথি ছিলেন।
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা বিভাগের প্রত্যেক উপজেলা ও জেলা থেকে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন করে জয়িতা নির্বাচনের প্রেক্ষিতে বিভাগীয় পর্যায়ে ৫০ জনের প্রতিযোগিতার মাধ্যমে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন।
পাঁচ শ্রেষ্ঠ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীতে যশোরের অভয়নগর উপজেলার জুবাইদা নাজনীন ডলি, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে রূপসা উপজেলার নাছিমা খাতুন, সফল জননী নারীতে ফুলতলার রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু যশোরের বিলকিস আক্তারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নড়াইলের কানন বালা গুপ্ত।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বক্তব্য রাখেন বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ জাফর ইমাম এবং নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অলকা নন্দা দাস, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।