নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা সার্কিট হাউজ মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা।
বুধবার দুপুর ১২টায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি এবং ভারপ্রাপ্ত ডিআইজি মো. একরামুল হাবিব। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
মেলায় প্রায় ৬০টি স্টলে খুলনা বিভাগের ১০ জেলার প্রতিযোগিরা তাদের উদ্ভাবন সামগ্রী উপস্থাপন করেছেন।
আয়োজকরা জানান, ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে বিভাগীয় কমিশনার স্বর্ণপদক, রৌপ্যপদক ও ব্রোঞ্জপদক দেওয়া হবে। সমাপনী দিন ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।