খেলাফত মজলিসের উদ্যোগে আশুরা পালন

 

আল-আমীনঃ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় থানাপাড়াস্থ মজলিস মিলনায়তনে পবিত্র ১০ ই মহররম আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মোঃ আব্দুল হামিদ । প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান পেশোয়ারী । বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ সিরাজুল হক। আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন, কোর্ট স্টেশন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ আমিরুল ইসলাম, খেলাফত মজলিসের কুষ্টিয়া শহর শাখার সভাপতি মাষ্টার মোঃ আব্দুল ওয়াহাব । সভা পরিচালনা করেন খলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম । সভায় বক্তাগণ বলেন যে, আশুরা হচ্ছে ইসলামের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন । এই দিনের সাথে অনেক ঘটনা জড়িত আছে । হক ও বাতিলের মধ্যে যে দ্বন্দ হয়েছিল তার নির্দশন হচ্ছে এই আশুরা । এ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে পথ হাটতে হবে । সভায় আগামী ২৫ ই ডিসেম্বর ঢাকায় সংগঠনের জাতীয় সম্মেলনের সার্কুলার পাঠ করেন হাফেজ মোঃ গোলাম কিবরিয়া ।