খেলোয়াড়দের কে কোথায় শট নেবে

আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তবে অবশ্যই আপনার এন্ড্রয়েড সেটে ক্রিকেট গেম রাখতে চাইবেন। তবে প্রশ্ন হচ্ছে এত এত গেমের ভিড়ে কোন গেমটি খেলতে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

এন্ড্রয়েডে বিগ ব্যাশ গেমটি অপরিচিত নয়। অস্ট্রেলিয়ান টি২০ লীগ বিগ ব্যাশের অফিশিয়াল ক্রিকেট গেম ভার্সন এনেছে এন্ড্রয়েডে। সিজিন ২০১৬-১৭ এর এই নতুন গেমে আপনি পাচ্ছেন লাইসেন্সড টিম, খেলোয়ার। টি২০ লীগে আপনি পুরুষ ও মহিলা যে কোন একটি দল ধরে ২-২০ ওভার পর্যন্ত গেম খেলতে পারবেন। গেমের কন্ট্রোল হচ্ছে টাচ বেসড এবং তা দেবে আপনাকে গেমটির পূর্ণ মজা।

খেলুন বিগ ব্যাশ

খেলোয়াড়দের কে কোথায় শট নেবে, বলের গতি, কোন জায়গায় আপনি বল ফেলতে চান সবকিছুই কন্ট্রোল করা যাবে এই গেমে। গেমটির গ্রাফিক খুবই চমৎকার এবং এতে কোন অবাঞ্ছিত অ্যাডের ঝামেলা নেই।

প্লে স্টোর ও আইওএস স্টোরে গেমটি পাবেন বিনামূল্যে।