ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের ফুটবল ক্লাব শাপেকোয়েনসের খেলোয়াড়দের নিয়ে বিমান দুর্ঘটনায় নিহত ৭১ জনের লাশ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গত সোমবার শাপেকোয়েনসের খেলোয়াড়সহ ৭৭ জন আরোহী নিয়ে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে বিধ্বস্ত হওয়া বিমানের মাত্র ছয়জন কোনোমতে বেঁচে যান।
শুক্রবার মেডেলিন বিমানবন্দর থেকে নিহদের লাশ দেশে ফেরত পাঠানো হয়। আলাদা আলাদা ফ্লাইটে ব্রাজিলের ৬৪ জন, বলিভিয়ার পাঁচজন, ভেনেজুয়েলার একজন এবং বিমানের প্যারাগুইয়ান ক্রুর লাশ দেশে পাঠিয়ে দেওয়া হয়।
নিহতদের মধ্যে শাপেকোয়েনসের খেলোয়াড় ছিলেন ১৯ জন। বাকিদের মধ্যে বেশিরভাগ টিমের স্টাফ এবং সাংবাদিক। নিহতদের লাশ দেশে পৌঁছানোর সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের।
আজ শাপেকোয়েনসের স্টেডিয়ামে নিহদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রায় এক লাখ মানুষ হাজির হবেন বলে আশা করা হচ্ছে। ব্রাজিল প্রেসিডেন্টের সেখানে থাকার সম্ভবনা নেই। তবে থাকবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।