জ্যেষ্ঠ প্রতিবেদক : নোয়াখালী জেলা বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক হাফেজ খোরশেদ আলমের (৭০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম হাফেজ খোরশেদ আলম নোয়াখালী বিএনপিকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী খোরশেদ আলম আমৃত্যু দলীয় আদর্শ লালন করে গেছেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, খোরশেদ আলমের মৃত্যুতে বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারাল।
তিনি খোরশেদ আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোরশেদ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, নোয়াখালী জেলা বিএনপিকে সুসংগঠিত করতে তিনি যে শ্রম দিয়ে গেছেন, তা নোয়াখালী জেলা বিএনপির নেতা-কর্মীরা কোনোদিন বিস্মৃত হবে না।