গজ ফিতা নিয়ে কোন কিছু মাপবার দিন শেষ

গজ ফিতা নিয়ে কোন কিছু মাপবার দিন শেষ। প্রযুক্তি যত এগিয়ে যাবে, মানুষের সমস্যা তত আস্তে আস্তে কমে যাবে। কোন বস্তু বা দূরত্ব মাপবার জন্য এবার প্রযুক্তি নিয়ে এসেছে একটি স্মার্ট গ্যাজেট, যার সাহায্যে আপনি যে কোন কিছু অতি সহজেই মেপে নিতে পারবেন।
“ব্যাগেল” নামক এই স্মার্ট টেপ মেজারমেন্ট টুল আপনার ঘরের কাজে অনেক সাহায্য করবে। ব্যাগেল ল্যাবে তৈরি এই স্মার্ট টুল বাজারে আসবার সাথে সাথে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এ বছরের শুরুতেই প্রায় ১.৩ মিলিয়ন বিক্রি ছাড়িয়েছে।

চারটি ধাপে ব্যাগেলের সাহায্যে যেভাবে কাজ করবেন

এই ডিজিটাল টেপ মেজারিং টুলের সাহায্যে আপনি তিনটি মোডে কোন কিছু মাপতে পারবেন।

১) স্ট্রিংঃ এটি আপনাকে স্ট্যান্ডার্ড যে কোন কিছু মাপতে সাহায্য করবে।
২) হুইলঃ এটির সাহায্যে আপনি অস্বাভাবিক আকৃতির যে কোন কিছু মেপে নিতে পারবেন।
৩) রিমোটঃ এই মোডের সাহায্যে আপনি এমন সব কিছু মাপতে পারবেন যা আওনার সাধ্যের অতীত বা যা ধরা আপনার সম্পর্কে সম্ভব নয়।