গণভবন হাজার হাজার মানুষ

কোটা বৈষ্যম দূরীকরণে আন্দোলন। এরপর আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় অসংখ্য মানুষের প্রাণহানি। পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। অবশেষে আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুর আড়াইটায় তিনি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন।

সোমবার সকাল থেকেই ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাজির হন হাজার হাজার বিক্ষোভকারী। দুপুরের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও তার তেজগাঁওয়ের কার্যালয়ে প্রবেশ করেন জনতা। তারা এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে উঠে উল্লাস করেন। কেউ তুলে ধরেন জাতীয় পতাকা। আবার কেউবা তোলেন স্লোগানের সুর।

আন্দেলনকারীরা গণভবন দখল নিয়ে উল্লাসের পাশাপাশি সেখানকার নানা দ্রব্যাদি ভাগাভাগি করে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, কেউ পুকুরের মাছ নিয়ে যাচ্ছেন। কারও হাতে হাঁস-মুরগি আবার কারও হাতে শেখ হাসিনার বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র।

আবার কোনো ছবিতে দেখা গেছে মানুষ গণভবনের নানা আসবাবপত্রও নিয়ে যাচ্ছেন। আর বাকি সকলেই উল্লাস করছেন। কেউ কেউ বিজয়সূচক ‘ভি’ চিহ্নও প্রদর্শন করেন।