সচিবালয় প্রতিবেদক : গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেছেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, বরং এর সঙ্গে সুসস্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত গণমাধ্যম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড ও সংসদ ভবনের পাস পেতে ভোগান্তির বিষয়ে এ সময় সাংবাদিকরা অভিযোগ করেন। এর প্রেক্ষিতে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যারা এ কার্ড পাওয়ার যোগ্য তারা ঠিক মতো কার্ড পাচ্ছেন না। কিন্তু এমন এমন প্রতিষ্ঠান আছে গণমাধ্যমের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক না থাকলেও নানা কায়দায় তারা কার্ড নিয়ে নিচ্ছে। এ জায়গাগুলোতে আরো বেশি টাইট দিতে হবে। এর জন্য গণমাধ্যমকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
এ বিষয়ে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেন বলেন, ‘এখন সময় এসেছে সাধারণ কার্ডের পরিবর্তে স্মার্ট কার্ড ইস্যু করা। আশা করি খুব দ্রুত আমরা স্মার্ট অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়ে ভালো খবর দিতে পারব।’
তথ্য অধিদপ্তর থেকে যেসব তথ্য প্রদান করা হয় সেগুলো হালনাগাদ নয়, এমন প্রশ্নের উত্তরে ইসতাক হোসেন বলেন, ‘পিআইডি সেসব ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো ঠিকমত হালনাগাদ হয় না। তবে খুব শিগগির ই-ফাইলিং সিস্টেম চালু হচ্ছে। তখন আর এ সমস্যা থাকবে না।’
সভায় অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরো সহজতর করতে খুব দ্রুত অনলাইনে ফরম পূরণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন প্রধান তথ্য কর্মকর্তা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) ফজলে রাব্বী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।