নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, গতবারও আমি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করিনি, এবারও কথা দিচ্ছি কোনোরকম আচরণবিধি লঙ্ঘন করবো না।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমর্কীদের কাছে এ কথা বলেন তিনি।
আইভী বলেন, গত সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত অবাধ-সুষ্ঠু হয়েছিল। সেনাবাহিনী প্রয়োজন হয়নি। সেবার বলেছিলাম জনগণ-ই আমার সেনাবাহিনী। এবারো বলছি সেনাবাহিনী প্রয়োজন নেই, জনগণই আমার সেনাবাহিনী।
তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেওয়ায় নেতা-কর্মী ও তৃণমূল প্রচণ্ড খুশি। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটেছে। তাদের যে আবেগ তাদের যে আনন্দ এতে আমি খুশি।
এর আগে বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, আওয়ামী লীগের প্রাক্তন এমপি আব্দুল্লাহ আল কায়সার, বিকেএমইএ’র প্রাক্তন সহ-সভাপতি আব্দুর রশিদ রাশু, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি।