গত আট বছরে যত দ্রুততার সাথে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন হয়েছে

সংসদ প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘গত আট বছরে যত দ্রুততার সাথে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন হয়েছে, অতীতে কখনো তা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণেই বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয়েছে।’

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু তিনি বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। তখন অনেকে বলেছিলেন, বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি। বাংলাদেশ হবে বিশ্বে একটি দরিদ্র দেশের মডেল। মাননীয় স্পিকার, আজ অবাক লাগে, আপনি সিপিইউ প্রধান এবং আইপিইউর সভাপতি সাবের হোসেন চৌধুরী। দুটি বৃহৎ আন্তর্জাতিক সংস্থার সভাপতি আমাদেরই দুজন। যখন আমরা বিশ্বের বিভিন্ন দেশে যাই, তখন মানুষ জিজ্ঞেস করে, তোমাদের দেশের বিস্ময়কর উত্থান কী করে হলো? একসময় যারা বলেছিলেন, বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি, এখন তারাই বলছেন, বাংলাদেশ একটা বিস্ময়কর দেশ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল- একটি হলো স্বাধীনতা, আরেকটি হলো বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। তখন তার দুই কন্যা দেশে ছিলেন না। এরপর আমরা তার জ্যেষ্ঠ কন্যার হাতে ১৯৮১ সালে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম।’

তোফায়েল আহমেদ বলেন, ‘দারিদ্র্য বিমোচন নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশের দারিদ্র্য বিমোচন যদি কেউ করে থাকে, তাহলে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসে যখন সরকার গঠন করেছিলেন, তখন প্রভার্টি রেশিও ছিল ৩৩ শতাংশ। আর আজকে ২২ শতাংশ। অর্থাৎ গত আট বছরে যত দ্রুততার সাথে আমাদের দারিদ্র্য বিমোচন হয়েছে, অতীতে কোনোদিন তা হয় নাই। ব্র্যাক ১৯৭২ সালে এবং গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দরিদ্রের সংখ্যা তো তখন কমে নাই।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক যদি দারিদ্র্য বিমোচন করতে পারত, তাহলে উত্তরাঞ্চলে কেন মঙ্গা ছিল? আর আজকে মঙ্গা শব্দই উচ্চারণ হয় না। যেখানে মঙ্গা হতো, সেখানে আজকে মঙ্গার চিহ্নই নাই। সেখানকার মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছে। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের কারণেই বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয়েছে। তার নেতৃত্বেই আমাদের দেশ এগিয়ে চলছে।’

সরকারের ভিশন তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ‘২০২১ সালে আমাদের রপ্তানি আয় শুধু তৈরি পোশাক থেকেই হবে ৫০ বিলিয়ন ডলার এবং মোট রপ্তানি হবে ৬০ বিলিয়নে ডলারের বেশি। এই টার্গেট নিয়েই আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিযে চলছি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।’

রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো আলোচনা করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।