গত দুই বছরে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে ৫০ হাজার যোদ্ধাকে হারিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গত দুই বছরে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে ৫০ হাজার যোদ্ধাকে হারিয়েছে। বৃহস্পতিবার এক মার্কিন সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় আইএসের নিহত যোদ্ধাদের এই হিসাবটি ‘রক্ষণশীল অনুমান’। এই সংখ্যা প্রমাণ করছে বিমান হামলা ও স্থানীয় বাহিনীগুলোকে সমর্থন আইএসের ওপর যুক্তরাষ্ট্রের হামলা কার্যকর ভূমিকা রেখেছে। ইরাকের মসুলের মতো যেসব এলাকা আইএস দখল করে রেখেছে সেসব স্থানে মার্কিন জোটের বিমান হামলা শিগগিরই জোরদার করা হবে।

প্রায় দুই বছর দখলে রাখার পর ইরাকি বাহিনী ও কুর্দি পেশমারগা বাহিনীর হামলার মুখে কয়েক মাস আগে মসুল থেকে পিছু হটতে শুরু করে আইএস। লড়াইয়ে আইএসের ঠিক কতো যোদ্ধা নিহত হয়েছে এ ব্যাপারে তথ্য প্রকাশে যুক্তরাষ্ট্র বরাবরই অনাগ্রহ প্রকাশ করে আসছে। তবে গত আগস্টে লেফটেন্যান্ট জেনারেল ম্যাকফারল্যান্ডকে উদ্বৃত করে বার্তা সংস্থা এপি জানিয়েছিল যৌথ হামলায় দুই বছরে আইএসের ৪৫ হাজার যোদ্ধা নিহত হয়েছে।