গভীর রাতে ভোট গণনাস্থলে শাকিব খান ঢুকে পড়লে হট্টগোল

বিনোদন প্রতিবেদক : বিএফডিসিতে শুক্রবার ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে । সন্ধ্যায় শুরু হয় ভোট গণনা। কিন্তু গভীর রাতে ভোট গণনাস্থলে শাকিব খান ঢুকে পড়লে হট্টগোল বাঁধে ।

মদ্যপ অবস্থায় ঢুকে পড়া এ নায়ককে নিয়ে এসময় ভোটকেন্দ্রের বাইরে চরম উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে  মিশা-জায়েদ প্যানেলের নেতা কর্মীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন।শাকিবকে বের হয়ে আসতে বলে বাইরে থেকে চেয়ার ছুঁড়েও মারা হয় । গেটের বাঁশ পড়ে মাথায় আঘাত পান নায়ক সাইমন।আরেক নায়ক নিরব বলেছেন, তবে তা গুরুতর নয়।

হট্টগোলের একপর্যায়ে শাকিব খানকে ভোটকেন্দ্র থেকে বের করে আনেন মিশা সওদাগর। এসময় তাকে ধাওয়া করেন মিশা-জায়েদ প্যানেলের বেশ কয়েকজন নেতা কর্মী। তারপর মিশা পুলিশের সহায়তায় শাকিবকে তার গাড়িতে তুলে দেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, `ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই। সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। আমরা ব্যস্ত ছিলাম, সে পেছনের গেট থেকে প্রবেশ করেছিলো বলে দেখতে পাইনি। তবে তাকে বেশিক্ষণ থাকতে দেয়া হয়নি। আমরা দ্রুত তাকে বের করে দিয়েছি।`

উল্লেখ্য, এই নির্বাচনে ওমর সানি-অমিত হাসান প্যানেলকে প্রকাশ্যেই সমর্থন দিয়েছেন সদ্য শেষ হওয়া কমিটির সভাপতি শাকিব খান।