আল-আমীন,মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনীতে আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান রাহাতুল্ল্যাহ, বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক, ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আখেরুজ্জামান, রাইপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ।
এছাড়া গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুজ্জামান শিপু।
এসময় সরকারী কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, এনজি প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।