মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সের আলী (৪৫) নামের এক কৃষক কে হত্যার চেষ্টা প্রতিপক্ষরা। বুধবার বিকেলে উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে জমির সীমানা নির্ধারণের জন্য শরীকানা জমি মাপার সময় সের আলীর প্রতিবেশি আলমগীর হোসেনের সাথে তার বাকবিতন্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা চেষ্টার এ ঘটনা ঘটে। সের আলী বালিয়াঘাট গ্রামের তমেজ আলীর ছেলে। সের আলী অভিযোগ করে বলেন, স্থানীয়দের উপস্থিতিতে বিরোধপূর্ন একটি জমি মাপার কাজ চলছিল এসময় দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে একই গ্রামের সহর আলীর ছেলে আলমগীর ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশে আমার গলায় দেয়। পরে মাটিতে পড়ে গেলে আবারো ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা জানান, এঘটনায় উপস্থিত লোকজন অভিযুক্ত আলমগীর কে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পালিয়ে যায়। পরে গুরুত্বর অবস্থায় সের আলীকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় কেউ অভিযোগদায়ের করেনী। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।