আল-আমীন,মেহেরপুর ঃ ‘গণিত ভয়, করব জয়’-্এই শ্লোগাণকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত উৎসব/২০১৬। গাংনী গণিত পরিবারের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী গাংনী সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এই গণিত উৎসব।
গাংনী গণিত পরিবারের পরিচালক আবির শাফি বিন্দুর সভাতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিত অধ্যাপক রফিকুর রশীদ রিজভী, মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, বিশিষ্ট ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম মাষ্টার, এ্যাডভোকেট এ,কে,এম শফিকুল আলম।
দিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে ছিল গণিত অলিম্পিয়াড, প্রজেক্ট শো, গেইম শো, প্রশ্নোত্তর পর্ব, স্পট কুইজ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকৃত বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।