মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে গাংনীতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটক শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে তথ্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিসিজি কমিটির সভাপতি সফুরা খাতুনের (ঘটিলা) সভাপতিত্বে
আজ সোমবার বিকাল ৪টার সময় পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী পৌর সভার সু-যোগ্য মেয়র আশরাফুল ইসলাম,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যক ,গভেষক গাংনী সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রফিকুর-রশিদ-রিজভী এ সময় পৌর সভার কাউন্সিলর নবীর হোসেন(প্যানেল মেয়র-১) কাউন্সিলর মিজানুর রহমান,আসাদ,সাউদুল রহমান,বাবু,রবিউল ইসলাম,বুদু।এছাড়া ছাত্রলীগ নেতা এনামুল হক,বকুল,সবুজ,টুটুল,আলমাস সাবেক শ্রমিক নেতা খোকন,বাজার পরির্দশক আমিরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের সভাপতি,সাধারন সম্পাদক, প্রধান শিক্ষকগণ উপস্তিত ছিলেন ।এ সময় খাদিজা আশরাফ ফাউন্ডেশনের উদ্দোগে পৌর সভার প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৮০টি ব্যাগ বিতরন করেন।