আল-আমীন,.মেহেরপুর :বিয়ের দাবিতে প্রেমিকের উপর অভিমান করে প্রেমিকা বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছে বলে জানা গেছে। শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোঃ জিল্লুর রহমান (হালসানা)’র মেয়ে রুমা খাতুন (২০)। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। রুমা খাতুন এর বোন জানান, রুমার প্রথম স্বামী মারা যাওয়ার পর মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের নাড়া হোসেন এর ছেলে আলামীন হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর আলামীন বিভিন্ন সময় রুমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে রুমাকে মারধর করা হয়। এ ঘটনার পর রুমা ও আলামীন গোপনে ঢাকায় পালিয়ে যায়। সেখানে থাকা অবস্থায় রুমা বিয়ের দাবি করে আলামীনের কাছে কিন্তু সে তাতে রাজি না হওয়ায় রুমা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে আলামীনের বিয়ের প্রতিশ্রুতিতে বাড়ি ফিরে আসে। পরে আলামীন বিয়ে করা সম্ভব নয় জানিয়ে দিলে শনিবার রুমা আত্মহত্যার চেষ্টা করে। এ বিষয়ে আলামীনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি প্রেমের বিষয়টি স্বীকার করে কিন্তু বাড়ির অভিভাবকের অমত থাকায় তাকে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়। বর্তমানে রুমা খাতুন গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এবং আশংকা মুক্ত বলে জানা যায়।