জাহিদ মাহমুদ: গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার মধ্যেরাতে মহিষাখোলা গ্রামের সার ও বিষ ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়ির প্রাচীরে লক্ষ্য করে ১টি বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। তবে বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।
সাইফুল ইসলামের বড় ভাই রেজাউল হক মাস্টার জানান, আমার ছোট ভাই সাইফুল ইসলাম গ্রামে একটি দোকান দিয়ে সার ও বিষের ব্যবসা করে আসছে। গত কয়েক বছর ধরে সন্ত্রাসীরা তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবী করে আসছিল। সে সন্ত্রাসীদের ভয়ে দিনে ব্যবসা প্রতিষ্ঠানে থাকলেও রাতে গাংনী উপজেলা শহরে বসবাস করে। বর্তমান গ্রামের বাড়িতে আমি বসবাস করি। সন্ত্রাসীরা কয়েক দিন আগেও তার কাছে চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় বোমা হামলা চালায়।