গাংনী ব্যুরো: মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে মরহুম কুদ্দুস-ইউনুস স্মৃতি হা-ডু-ডুর ফাইনাল খেলার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বার সকালে ফাইনাল খেলা উপলক্ষে বাঁশবাড়ীয়া গ্রামকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। বাঁশবাড়ীয়া দক্ষিণপাড়া যুব সমাজ বাংলাদেশের ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করেছে। খেলায় দেশের খ্যাতিমান খেলোয়াড়রা অংশ গ্রহণ করবেন বলে জানান, বাঁশবাড়ীয়া দক্ষিণপাড়া যুব সমাজের কয়েকজন নেতৃবৃন্দ।
উল্লেখ্য,বাঁশবাড়ীয়া গ্রামের খ্যাতিমান হা ডু-ডু খেলোয়াড় আব্দুল কুদ্দুস ও তার ভাই আরেক খ্যাতিমান হা ডু-ডু খেলোয়াড় ইউনুস আলীর স্মরণে প্রতি বছর হা-ডু-ডু খেলার ধারাবাহিকতায় এ সব আয়োজন করা হচ্ছে।