গাংনী ব্যুরো: মেহেরপুরের গাংনীতে মাদক সেবী পুত্রের কারণে অতিষ্ঠ হয়ে এক মা তার পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই পুত্রকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডিত মাদক সেবী রাশেদুজ্জামান গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের গোরস্থানপাড়ার জেল হকের পুত্র।
গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রদান করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,রাশেদুজ্জামান গাঁজা কেনার জন্য তার মায়ের কাছে টাকা দাবী করে। মা সুকিলা খাতুন টাকা দিতে রাজি না হওয়ায় পুত্র রাশেদুজ্জামান হাসুয়া দিয়ে মাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। মা অতিষ্ঠ গাংনী থানা পুলিশের হাতে তুলে দেন মাদক সেবী পুত্রকে। এসময় তার কাছ থেকে পুলিশ কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করে। পরে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবী রাশেদুজ্জামানকে সোর্পদ করে। ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।