গাংনীতে রাস্তার কাজে নিম্মমানের ইট ব্যাবহারে স্থানীয়দের তোপের মুখে ঠিকাদার

এম এ লিংকন, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীর ষোলটাকা গ্রামে নতুন পাকা রাস্তা তৈরীতে ব্যাপক অনীয়মের অভিযোগে শেষ পর্যন্ত গ্রামবাসির তোপের মুখে পড়েন ঠিকাদার তারিক। সরেজমিনে দেখা যায়, জৈরদ্দির মোড় থেকে আকুব্বর এর বাড়ি পর্যন্ত ১ হাজার মিটারের কাজে ব্যায় ধরা হয়েছে ১৬ লক্ষ ৫৮ হাজার টাকা। রাস্তা নির্মানে একেবারই নি¤œ মানের ইট দিয়ে রাস্তা নির্মাণের কাজ চলছে। এর আগে গ্রাম বাসিরা বার বার নিষেধ করার পরও ঠিকাদার প্রতিষ্ঠান তাদের কথায় কান না দিয়ে নি¤œ মানের ইট দিয়ে নির্মাণ কাজ চালাতে থাকে। এক পর্যায়ে গ্রাম বাসি একত্রে এসে নি¤œ মানের ইট বোঝায় চারটি ট্রলি ফেরত দেয়। পরে গ্রাম বাসিরা শান্ত হলে গোপনে আবারো তারা তিন গাড়ি নি¤œ মানের ইট নিয়ে আসে। গ্রাম বাসির অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠান কাজে ফাঁকি দিতেই বার বার নি¤œ মানের ইট নিয়ে আসছে। গ্রামের মধ্যে পাকা রাস্তা নির্মাণে এ ধরণের অনীয়মের অভিযোগের বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী মাহাবুবুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি এ ঘটনা সম্পর্কে আগেই অবগত হয়েছেন এবং সাথে সাথে স্টাফ পঠিয়ে নি¤œ মানের ইট ফেরত পাঠিয়েছি কিন্তু পরে আবারো নি¤œ মানের ইট এসেছে কিনা আমার জানা নেই তবে এ ধরণের অভিযোগ আসলে ঔ কাজ বন্ধ থাকবে বলে ঠিকাদার তারেক কে জানিয়ে দেওয়া হয়েছে। ষোলটাকা গ্রাম বাসি আরো জানান, ঠিকাদার এখানে না থাকলেও তার সহযোগি বানিয়াপুকুর গ্রামের জিয়া ও ষোলটাকা গ্রামের নকলমালের ছেলে আব্দুল্লাহ রাস্তা নির্মাণ কাজে নি¤œমানের ইট সরবরহ করে আসছে। এলাকাবাসির দাবি অতিসত্বর সরকারি নিয়ম নীতি মেনে কাজের সিডিউল অনুযায়ি কাজ করা হোক অন্যথায় কোন অনীয়মের মাধ্যমে এখানে কাজ করতে দেওয়া হবেনা। ঠিকাদার প্রতিষ্ঠান তারেক এন্টারপ্রাইজ এর মালিক তারেক এর সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তাকে পাওয়া যায়নি।