
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সরকারের নির্বাহী বিভাগের নির্দেশনাকে উপেক্ষা করে দুটি দপ্তরের কর্মকর্তা অফিস ফাঁকি দিয়েছেন।
সরজমিনে জানা যায়,প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষিত শনিবার দেশের সকল সরকারী-বেসরকারী অফিস খোলার কথা থাকলেও গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবারর পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। শনিবার সকাল ৯টাই থেকে অফিসের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবারর পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অপূর্ব কুমার সাহা এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তারকে অফিসে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এমকে রেজা জানান, স্যার ছুটিতে নেয়। তবে অফিসে এখনও আসেননি। আসবেন কিনা জানা নেয়।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে আলাপকালে, কর্মকর্তা জামিল আক্তার অফিসে আসেনি এমন প্রশ্নের উত্তরে তিনি জানান,