আল-আমীন মেহেরপুরঃ ঃ মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া সড়কে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ভাটপাড়া গ্রামের কাবরান আলীর ছেলে ইমরান হোসেন (৪), গাংনী শিশিরপাড়ার মোখলেছুর রহমানের ছেলে রনি (১৮), এবং আলফাজ হোসেনের ছেলে স¤্রাট (২০)। স্থানীয়রা জানান, ঘটনার সময় স¤্রাট মোটর সাইকেল চালিয়ে কসবা থেকে গাংনী আসার পথে ভাটপাড়ায় শিশু ইমরানকে ধাক্কা মারে। এসময় মোটর সাইকেল চালকসহ আরহী রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে গাংনী পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।