আল-আমীন,মেহেরপুর ঃ মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিরতীহিন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে যার মধ্যে বর্তমান সভাপতি মশিউর রহমান হাসান ও আলাইহীম। মশিউর রহমান প্যানেলে আল মেহেদি,ইয়াসিন আলী বিশ্বাস,একলাচ মোল্লা ও চাঁদ আলী। আলাইহীম প্যানেলে পাঞ্জাব আলী,রোকুনুজ্জামান,জহুরুল হক (ডোরা) ও খোরশেদ আলী। মোট ভোটার সংখ্যা ৪৬৬ জন। প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন উপজেলা শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার। এদিকে নির্বাচন কে কেন্দ্র করে ৬ জন পুলিশ অফিসার সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তি পূর্নভাবে নির্বাচন চলছে বলে জানান উভয় প্যানেলের প্রার্থীরা।