গাংনীর মহাম্মদপুর হাজী ভরস উদ্দীন মাঃ বিঃ মাল্টিমিডিয়া ক্লাসের উদ্বোধন ও দোয়া মাহফিল

আলামিন,মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া মহাম্মদপুর হাজী ভরস উদ্দীন মাধ্যামিক বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ক্লাস রুম এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংরক্ষিত মহিলা ্আসনের সংসদ সদস্য সেলিনা ্আকতার বানু। মাল্টিমিডিয়া ক্লাস রুমটি ডাঃ নাজমূল হক সাগরের অর্থসহায়তায় নির্মিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিৎ ছিলেন, কুমারী ডাঙ্গা পুলিশ ক্যাম্পের এ এস আই মিন্টিু মিয়া, হোগলবাড়িয়া মহাম্মাদপুর হাজী ভরস উদ্দীন মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানিজং কমিটির সভাপতি ও মটমুড়া ইউপি সাবেক চেয়ারম্যান নূরু হুদা সাহেব,সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী উপস্তিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রাক্তন প্রধান শিক্ষক,মেহেরপুর-২ আসনের সাবেক এমপি নূরুল হক সাহেবের মূত্যু বাষিকী স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ আজ ডিজিটাল তাই তোমরা ডিজিটাল ক্লাস রুম,ডিজিটার ল্যাবসহ অনেক কিছু সুবিধা ভোগ করছো। আমাদের সময় এতো কিছু ছিলোনা। বাংলাদেশ সরকার তোমাদের নিয়ে স্বপ্ন দেখছে তোমরা আগামী দিনের ভবিভষ্যৎ । লেখা পড়া শিখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।