আল-আমীন মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের নব নিবার্চিত চেয়ারম্যান গোলাম ফারুকসহ ইউপি সদস্যাদের সাথে মতবিনিময় করেছে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। গতকাল বুধবার দুপুর বেলা সাহারবাটি ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং এই সরকারের সকল কাজে সহযোগিতা করে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে
ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাহারবাটি ইউপি আ’লীগের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক অর্তল বিশ্বাসসহ ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।