গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিমা আক্তার উপজেলার কোচাশহর ইউনিয়নের বনপাড়া গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। সে স্থানীয় ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্রী ছিল।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, পারিবারিক কলেহের জেরে সকালে বিষপান করে সিমা। বিষয়টি টের পেয়ে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।