গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার বামন ডাঙ্গা ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ৩ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে লিটনের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে লিটনের বুকের দুপাশে দুটি ও উরুতে একটি গুলি বিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিয়ার রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।