
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার ভোর থেকে গাইবান্ধা জেলা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধশতাধিক সদস্য অংশ নিয়েছেন। তারা সদর উপজেলার কামারজানির চরসহ দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযান চলাকালে আইয়ুব আলী ওরফে শুকুর আলী নামে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ভোর থেকে অভিযান অব্যাহত থাকলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত জঙ্গি আস্তানার সন্ধান পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।