গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের বিঞ্চি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন ওই গ্রামের জালাল (২৮) ও তার স্ত্রী পাখি বেগম (২২)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সকালে নিজ ঘরে দুজনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী পাখিকে শ্বাসরোধে হত্যার পর জালাল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।