গাইবান্ধায় গণপিটুনিতে ও গুলিতে ডাকাতসহ দু’জন নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ডাকাতের গুলিতে দুলা মিয়া নামে এক ব্যক্তি ও এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ ছাড়া বাবুল মিয়া নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার ফজলুপুর ইউনিয়নের চৌমোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলা মিয়া ও আহত বাবুল মিয়া চৌমহন গ্রামের বাসিন্দা।

ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, বুধবার ভোরে চৌমোহর চর থেকে গরু লুট করে পালানোর চেষ্টা করে একদল ডাকাত। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা গুলি চালায়। এতে দুলা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাবুল মিয়া। পরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ বাবুল মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতদের আটক করতে অভিযান চলছে।