গাইবান্ধায় গৃহবধূর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুন্নি বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মুন্নি ওই গ্রামের চাঁদ মিয়ার ছেলে আশিক মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগাড়ি গ্রামে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার (ওসি) সুব্রত কুমার সরকার জানান, তিন মাস আগে আশিকের সঙ্গে মুন্নির বিয়ে হয়। বিয়ের পর মুন্নি তার স্বামীর বাড়িতে থাকতেন। সকালে আশিক স্থানীয় মহিমাগঞ্জ বাজারে নিজের দোকানে যান। এক কিছুক্ষণ পরে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় পরিবারের লোকজন।

খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।