গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ট্রাক্টরচাপায় মোমিন মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোমিন পাকার মাথা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, মোমিন ভ্যানে করে গাইবান্ধা শহরে যাচ্ছিল। পথে পাকারমাথা এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টার ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোমিন মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।