গাইবান্ধায় পুলিশভ্যান থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় পুলিশভ্যান থেকে পালিয়ে যাওয়া আসামি শাকিল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার তুলসিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ৩০ জানুয়ারি রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে শাকিলকে ইয়াবাসহ আটক করে পলাশবাড়ী থানার পুলিশ। তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। পরদিন মঙ্গলবার বিকেলে শাকিলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় পুলিশভ্যানে করে জেলা কারাগারে নেওয়ার পথে পালিয়ে যান শাকিল।