
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পর্শে সেলিনা বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সেলিনা বেগম ওই গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে নিজ ঘরে বৈদ্যুতিক সুইচ বোর্ডে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সেলিনা বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ বিদ্যুৎস্পর্শে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।