গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার দুপুরে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহ্সান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সাদুল্যাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন ছিল। কিন্তু হাইকোর্টে রিট আদেশের কারণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত থাকবে।
সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের প্রাক্তন ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ আজমী হাইকোর্টে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত চেয়ে রিট করেন। হাইকোর্ট রিট আবেদনটি আমলে নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিতের আদেশ দেন।