গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে রনি মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কুপতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রনি মিয়া জেলার ফুলছড়ি উপজেলা সদরের তহা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুপতলা রেলগেট এলাকায় রেললাইন পারাপারের সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন রনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি ইনচার্জ মজিবুর রহমান জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।