গাছ থেকে পড়ে এক বৃদ্ধ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে নারকেল গাছ থেকে পড়ে কাশেম গাজী (৬০) নামে  এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বংশিপুর গ্রামে  এ ঘটনা ঘটে।  কাশেম গাজী একই গ্রামের মৃত বিশে গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাশেম গাজী তার বাড়ির সামনে গাছ থেকে নারকেল পাড়ার সময় পা পিছলে মাটিতে পড়ে যান। আহত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।