গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
স্থানীয় সময় শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এই হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।
নিহতদের মধ্যে অন্তত আটজন উত্তর গাজার জাবালিয়ায় হালিমা আল-সাদিয়া স্কুলে শরণার্থী তাঁবুতে থাকতেন।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা হামাস কমান্ড এবং নিয়ন্ত্রণকেন্দ্রের ভেতরে কাজ করা সন্ত্রাসীদের ওপর একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে… একটি কম্পাউন্ডের ভেতরে এমবেড করা হয়েছে। এটি গাজায় ‘হালিমা আল-সাদিয়া’ স্কুল হিসেবে কাজ করেছিল।
এদিকে আরও একটি পৃথক ঘটনায় মধ্য গাজার নুসিরাত ক্যাম্পে একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন অন্তত ৯৪ হাজার ৪৫৪ ফিলিস্তিনি।
সূত্র: জিও নিউজ