গাজীপুরের এলাকায় নদীতে ড্রেজারডুবির তিন দিন পর দুই শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় বানার নদীতে ড্রেজারডুবির তিন দিন পর দুই শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার সকালে ড্রেজারের কেবিন থেকে ডুবুরিরা লাশ দুটি উদ্ধার করেন।

নিহত শ্রমিকরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব কাজীরচর গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহাগ (২৬) ও বাগেরহাট জেলার রুবেল (২৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার এসআই মো. শহীদুল ইসলাম মোল্লা জানান, গত সোমবার গভীর রাতে বরমী এলাকায় বানার নদীতে একটি ড্রেজার ডুবে যায়। এ সময় পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ও নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর ডুবুরিরা ড্রেজারের কেবিন থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।