গাজীপুরের নামকরণ

মোঃ রবিউল ইসলাম ও আবু ছালেহ মুছা, টঙ্গী : ভাওয়াল পরগণা শতবর্ষের ঐতিহ্যে লালিত এক সুপ্রাচীন ঐতিহাসিক জনপদ। ভাওয়ালের নামকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে পন্ডিতদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। ভাওয়াল নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ১৫৯৫ সালে মুঘল স¤্রাট আকবরের দরবার থেকে প্রকাশিত ঐতিহাসিক আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে। ইতিহাসবিদদের মতে, গাজীবংশের অন্যতম প্রতিষ্ঠাতা ভাওয়াল গাজীর নামানুসারে দ্বাদশ শতাব্দীর শেষ বা ত্রয়োদশ শতাব্দীর দিকে ভাওয়াল নামের উৎপত্তি। বহু প্রাচীনকাল থেকেই এই জনপদে মানুষের বসতি স্থাপন শুরু হয়। মধ্যযুুগে বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে ভাওয়াল পরগণা ছিল প্রসিদ্ধ। উপ-মহাদেশে মুঘল শাসনামলে কিছু সময়ের জন্য ভাওয়াল ছিল একটি স্বাধীণ পরগণা। গাজীবংশের শাসকরাই ছিলেন ক্ষণকালেন স্বাধীন বাংলার অমন স্থাপতি। পরে স¤্রাট আকবর বাহুবলে ভাওয়ালকে তার বশ্যতা স্বীকারে বাধ্য করে।
স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল জেলা গঠনের প্রস্ততি হিসেবে রাজনৈতিক দলের নামের আগে ভাওয়াল গড় জেল নাম ব্যবহার করতে শুরু করে। ১৯৭৮ সালে মহকুমা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ভাওয়াল গড় মহকুমা বাস্তবায়নের দাবি উপত্থাপিত হয়। ১৯৭৮ সালে ১৮ ডিসেম্বরে জয়দেবপুরের রথখোলায় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতর পক্ষে মহকুমার উদ্বোধনী ফলক উন্মোচন করেন। ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়ে প্রথমিকভাবে মহকুমার কার্যালয় স্থাপিত হয়। পরবর্তিতে এটি পৌরসভার কায়ালয় হিসেবে ব্যবহার হত। বর্তমানে শ্বশান ঘাট নামে পরিচিত। পরবর্তীকালে সদর এমপি মরহুম হাবিবুল্লার অক্লান্ত পরিশ্রমে ভাওয়াল রাজবাড়িতে মহকুমা কার্যালয় স্থানান্তরিত হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে মহকুমার নাম ভাওয়াল গড়ের পরিবর্তে ভাওয়ালের গাজীদের অবদানের স্বীকৃতি স্বরুপ মহকুমার নাম বাদ দিয়ে গাজীপুর নামকরণ করা হয়। ১৯৮২ সালে তৎকালীন সামরিক সরকার কর্তৃক মহকুমাকে জেলায় রুপান্তরের সিদ্ধান্তে প্রাচীন ভাওয়ালের বনা লকে নিয়ে ১৯৮৪ সালে গঠিত হয় গাজীপুর জেলা।
লবলং, ব্রহ্মপুত্র, পারুলী, সুতী, গোয়ালী, শীতলক্ষ্যা, বানার, তুরাগ, বালু, চিলাই, বিধৌত গৈরিক মৃত্তিকার কোলে, শাল অরণ্যের সবুজে আচ্ছাদিত গাজীপুর জেলা । এ জেলার আয়তন ১৭৪১.৫৩ বর্গ কিলোমিটার । উত্তরে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলা (আংশিক), দক্ষিণে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা, পশ্চিমে ঢাকা ও টাংগাইল জেলা
টারশিয়ারী যুগে গাজীপুর উত্তর-পূর্ব ভারতের অংশ বিশেষের যে পরিবর্তন সূচিত হয় তার ফলে চ্যুতির আকারে অবনমিত হয়ে রাজমহল গারো ছেদের সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে নদ-নদীর গতি পরিবর্তিত হয়। পল্লাইষ্টেসিনকালের কার্যকলাপের সময় প্রাচীন অবক্ষেপণ থেকেই মধুপুর ভাওয়ালচত্বর (গাজীপুর জেলা) বা পাল্লাইষ্টেসিনকালের চত্বরের বিকাশ হয়। গাজীপুর জেলার দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের গড় উচ্চতা সমুদ্র সমতল হতে ৬ মিটার এবং পশ্চিম দিকে কালিয়াকৈর এ অবস্থিত টিলার উচ্চতা ৩০ মিটারের মত। পশ্চিম হতে পূর্ব দিকে ঢাল বিশিষ্ট এবং পশ্চিমে ব্রম্মপুত্র প্লাবন ভূমির দিকে ক্ষুদ্র ক্ষুদ্র অবনমিত সোপান দ্বারা ক্ষত-বিক্ষত যা খাড়া কিনার সম্পন্ন। জেলার উত্তরের বনভূমির মধ্যবর্তী এলাকায় উত্তর-দক্ষিণ বরাবর শিরার ন্যায় একটি উচ্চভূমি বিদ্যমান, যা তুরাগ ও বানার নদীর জল বিভাজিকা হিসেবে কাজ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে বনভূমি এলাকায় গড় উচ্চতা ১৮ মিটার। বনভূমির কিছু কিছু এলাকার উচ্চতা আবার ৫০ মিটারেরও অধিক। সহানীয়ভাবে অধিক উঁচু ভূমিকে বলে পাহাড়ি এলাকা।
গাজীপুর জেলায় সহ¯্রাধিক কলকারখানা, বিশ্ব ইজতেমা, রেলওয়ে জংশন, দত্তপাড়া জমিদার বাড়ি, পীর আউলিয়ার পবিত্র ভুমি, লোক কাহিনী সমৃদ্ধ সোনাভান খ্যাত টঙ্গী এলাকা এবং আন্তর্জতিক মানের গবেষণাধর্মী প্রতিষ্ঠান-বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, কেন্দ্রীয় সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, বীজ অনুমোদন সংস্থা, এশিয়ার সর্ববৃহৎ মেশিন টুলস ফ্যাক্টরি, ডিজেল প্লান্ট, সমরাস্ত্র কারখানা, সিকিউরিটি প্রিন্টিং প্রেস (টাকশাল) সহ বহু করকারখানা অবস্থিত। এ ছাড়াও ভাওয়াল রাজবাড়ি, রাজবাগান, বিশাল জামে মসজিদ, বি আই টি, গাজীপুর স্টেডিয়াম, টঙ্গী আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, ভাওয়াল যাদুঘর। জেলা শিক্ষা অফিস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো, শিশু একাডেমী, জেলা ক্রীড়া অফিস, জেলা প্রাথমিকশিক্ষা অফিস, জেলা সরকারী গণগ্রন্থাগার, জেলা শিল্পকলা একাডেমী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) গাজীপুর। পুলিশ-সুপারের কার্যালয, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ (গাজীপুর), জেলা আনসার ও ভিডিপি কার্যালয, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কারাগার। বর্তমানে গাজীপুর জেলায় রয়েছে ৫টি উপজেলা। এগুলো হলো গাজীপুর সদর, কালিগঞ্জ, কাপাসিয়, কালিয়াকৈর ও শ্রীপুর। জয়দেবপুর ও টঙ্গী হলো প্রশাসনিক থানা।