নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সদরে সন্দেহজনক একটি বাড়িতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার ভোরে সিটি করপোরেশনের হাড়িনালে পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান শুরু হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। এতে ঢাকার উত্তরার র্যাব-১ ও ডিবি পুলিশ অংশ নিয়েছে।
ওই বাড়ির মালিকের নাম আতাউর রহমান। তিনি ঢাকায় থাকেন। বাড়িটি ভাড়া দেওয়া। তবে কাদের কাছে ভাড়া এ ব্যাপারে কোন তথ্য জানা যায়নি।