নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ইকো কটন মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার দুপুরে ফায়ার সাভিসের সাতটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আখতারুজ্জামান জানান, দুপুর ১২টার দিকে ইকো কটন মিলে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর, টঙ্গী এবং ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানায় রাখা তুলা, সুতা ও মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।